এটি ডাঃ মিনডেল ও রিভার্সেল ডায়েটের আবিষ্কারক ড. ডীন অর্নিসের রিভার্সেল ডায়েট ফর্মুলায় প্রস্তুকৃত। নিয়মিত সেবনে করোনারী, আর্টারীতে রক্তনালীর প্রাচীর প্রসারিত করতে সহায়তা করে। রক্ত সরবরাহ বেড়ে গিয়ে কার্ডিয়াক টিস্যুতে অক্সিজেনের আধিক্য ঘটে এবং কার্ডিয়াক পেইন দূর করতে যথেষ্ট ভূমিকা রাখে। ক্রমান্বয়ে ব্লকেজের মাত্রা কমাতে সহায়তা করে। প্যানক্রিয়াস, লাঞ্চ, চক্ষু ইত্যাদি কর্মক্ষম বা সুস্থ রাখতে ইহার ভূমিকা অনস্বীকার্য।